NewsOne24

২০২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা সরাসরি খেলবে তাদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১ জানুয়ারি-২০১৯) এক বিজ্ঞপ্তিতে সরাসরি অংশ গ্রহণের সুযোগ পাওয়া আট দলের নাম প্রকাশ করে আইসিসি।

৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং এর অবস্থান অনুযায়ী শীর্ষে থাকা আট দল পেয়েছে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ। এরা হলো- পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। র‍্যাংকিংয়ের নয় নম্বরে আছে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা শ্রীলংকা ও দশে আছে বাংলাদেশ। সরাসরি খেলার সুযোগ না পেলেও তাদের বিশ্বকাপ স্বপ্ন এখনি শেষ হয়ে যাচ্ছে না!

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতে অংশ নেবে ১২ টি দল। র‍্যাংকিংয়ের শীর্ষ আটের পাশাপাশি থাকবে আরো চার দল। র‍্যাংকিংয়ের নয় ও দশ নম্বরে থাকা দুই দলকে বিশ্বকাপের মূল আসরের পূর্বে খেলতে হবে গ্রুপ স্টেজে। আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার থেকে ছয়টি দল উঠে আসবে। তাদের সঙ্গে সেরা-১২ এর লড়াইয়ে নামতে হবে শ্রীলংকা ও বাংলাদেশকে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ।

এক নজরে দেখে নেয়া যাক ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত যেমন ছিল র‍্যাংকিংয়ের হিসেব-

১। পাকিস্তান (ম্যাচ-৩৬; পয়েন্ট ৪,৯৭৯, রেটিং পয়েন্ট ১৩৮)

২। ভারত (ম্যাচ-৪২; পয়েন্ট ৫,২৯৮, রেটিং পয়েন্ট ১২৬)

৩। ইংল্যান্ড (ম্যাচ-২২; পয়েন্ট ২,৫৮৬, রেটিং পয়েন্ট ১১৮)

৪। অস্ট্রেলিয়া (ম্যাচ-২৮; পয়েন্ট ৩,২৬৬, রেটিং পয়েন্ট ১১৭)

৫। দক্ষিণ আফ্রিকা (ম্যাচ-২২; পয়েন্ট ২,৫০২, রেটিং পয়েন্ট ১১৪)

৬। নিউজিল্যান্ড (ম্যাচ-২৫; পয়েন্ট ২,৮০৩, রেটিং পয়েন্ট ১১২)

৭। ওয়েস্ট ইন্ডিজ (ম্যাচ-২৭; পয়েন্ট ২,৭২৫, রেটিং পয়েন্ট ১০১)

৮। আফগানিস্তান (ম্যাচ-২৭; পয়েন্ট ২,৪৯০, রেটিং পয়েন্ট ৯২)

৯। শ্রীলংকা (ম্যাচ-২৯; পয়েন্ট ২,৫১৮, রেটিং পয়েন্ট ৮৭)

১০। বাংলাদেশ (ম্যাচ-৩০; পয়েন্ট ২,৩২১, রেটিং পয়েন্ট ৭৭)

নিউজওয়ান২৪/এএস