সফল ও সেরা মাহাথির মোহাম্মদ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি
সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। তিনি জর্ডান ভিত্তিক ম্যাগাজিন ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ এর নির্বাচিত ৫শ’ মুসলিমের মধ্যে ২০১৮ সালের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন।
এদিকে গেলো বছরের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দল পাকতান হারাপানের জয়ে বড় ধরনের ভূমিকা রাখায় তিনি সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে দীর্ঘদিন পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মাহাথির।
৯৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মাহাথির মোহাম্মদ।
মাহাথিরের অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন করে ম্যাগাজিনটিতে বলা হয়েছে, তার নেতৃত্বে দ্রুত আধুনিকীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস