মক্কা-মদিনায় বিশেষ সেবা পাবেন প্রতিবন্ধী হাজিরা
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

মক্কা-মদিনায় প্রতিবন্ধী হাজিরা বিশেষ সুবিধা পাবেন (ছবি: ইন্টারনেট)
প্রতি বছর হজ, ওমরাহ ও নবীজীর রওজা মোবারক জিয়ারতের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি মক্কা ও মদীনায় জমায়েত হন।
এদের মাঝে অনেকেই আছেন যারা শারীরিকভাবে অন্যদের চাইতে আলাদা।
এই প্রতিবন্ধী মানুষরা সহজেই অন্যদের মতো চাইলে চলাফেরা করতে পারেন না। তারা যেন নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে হজ বা ওমরাহতে অংশ নিতে পারেন সেজন্য সৌদি হজ কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিশেষ সুবিধা অব্যাহত রাখে।
এই প্রতিবন্ধী মানুষদের জন্য এখন কর্তৃপক্ষ গ্রহণ করেছে বিশেষ কিছু সেবা। যার মাধ্যমে সব প্রতিবন্ধীরাই বিশেষ সুবিধা লাভ করবে। ওমরা ও হজের কার্যক্রম সহজে সম্পাদন করতে পারবে।
সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে মক্কা-মদিনা জিয়ারতে প্রতিবন্ধী সকল দর্শনার্থী, ওমরা ও হজ পালনকারীরা যেসব বিশেষ সুবিধা পাবেন:
১। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির কোরআনুল কারিমের পাণ্ডুলিপির সু-ব্যবস্থা।
২। প্রতিবন্ধীদের জন্য ওমরা ও হজ সম্পাদনের জন্য বিশেষ গাইড নিয়োগ।
৩। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ সাইন তথা দিক-নির্দেশনা সম্বলিত চিহ্ন ব্যবস্থা।
৪। বাক প্রতিবন্ধীদের জন্য দোভাষী নির্দেশক তত্ত্বাবধায়ক নিয়োগ।
৫। মসজিদে হারাম ও মসজিদে নববিতে নামাজ ও ইবাদতে আসা-যাওয়ার স্পেশাল গাইড নিয়োগ।
৬। তাওয়াফ ও সাঈ’র জন্য ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা।
সকল প্রতিবন্ধকতা দূর করে প্রতিবন্ধীদের সহায়তায় সার্বিক ব্যবস্থাপনা ও নতুন নতুন চাহিদা ও সমস্যা সমাধানের চেষ্টা করছে সৌদি হজ কর্তৃপক্ষ।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ