কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলো বাংলাদেশি কিশোর
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
কাতারের দোহায় অনুষ্ঠিত হলো ২৫তম শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কিশোর হাফেজ সাঈদ ইসলাম মোহাম্মদ মাহি।
এই প্রতিযোগিতার আয়োজন করে কাতারের ধর্ম মন্ত্রণালয়। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় জয়ীদের সম্মানিত করা হয়। কাতারের ধর্মমন্ত্রীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশি কিশোর হাফেজ মাহির হাতে ১ লক্ষ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা) চেক ও আন্তর্জাতিক সনদসহ অন্যান্য পুরস্কারসামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সিলেটের সদর উপজেলার লাখাউরার বাসিন্দা মোহাম্মদ আব্দুল ইসলামের ছেলে মাহি। তার এই অর্জন ও কৃতিত্ব নিয়ে কাতারের ইংরেজি দৈনিক পেনিন সুলাসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করা হয়েছে।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ