NewsOne24

যুবদল নেতার বাড়ির পাশে অস্ত্র

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৩০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের বাড়ির পাশ থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে চর চান্দিয়া এলাকায় অস্ত্র-শস্ত্রসহ অবস্থান করছে। র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করলে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। প্রাস্টিকের বস্তা তল্লাশী করে ৩টি ৭.৬৫ মি. মি. বিদেশী পিস্তল, ২টি ৯ মি. মি. বিদেশী পিস্তল, ২টি .৩২ মি. মি. বিদেশী রিভলবার, ২টি বিদেশী শর্টগান, ১টি ওয়ান শুটারগান, ৬টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি/কার্তুজ উদ্ধার করে।

র‌্যাব-৭ ফেনীর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বলেছেন, শুক্রবার মধ্য রাতে খুরশিদের সোনাগাজীর ৩নং ওয়ার্ড উত্তর চর চান্দিয়ার বাড়ির পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। নাশকতার পরিকল্পনায় এসব অস্ত্র এখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।