পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুল মান্নান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গ্রিন রোডে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইসচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত আবদুল মান্নান স্ত্রী, দুই সন্তান ও নাতনিসহ গ্রিন রোডের একটি বাসায় ভাড়া থাকতেন।
আবদুল মান্নানের ছেলে মো. মানিক জানান, বেলা ১২টার দিকে তার বাবা চার বছরের নাতনিকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। পরে বাসার একটু দূরে গ্রিন রোড মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পাশের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টায় বাবাকে মৃত ঘোষণা করেন।
নিউজওয়ান২৪/জেডএস