বিপিএল খেলতে বাধা নেই স্মিথের
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
বছর শেষে মুখে হাসি স্মিথের৷ নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই যে ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি৷ নিয়মের বেড়াজালে আটকে ছিল স্মিথের ভাগ্য৷ এবার ঘাম দিয়ে জ্বর ছাড়তে চলেছে৷
অস্ট্রেলিয়ার বরখাস্ত স্টিভ স্মিথকে দলে নিতে নিয়ম শিথিল করল বাংলাদেশ ক্রিকেট সংস্থা৷ বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট লিগ বিপিএলে এবার খেলতে দেখা যাবে স্মিথকে৷ এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুয়ায়ী, স্মিথকে নিতে নিয়মে পরিবর্তন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ এর আগে ড্রাফ্টের বাইরে থাকা কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে নেওয়ার নিয়ম ছিল না৷ স্মিথকে নিতে সেই নিয়মেই পরিবর্তন আনা হল এবার৷
এর আগে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্মিথকে দলে নিলেছিল৷ অ্যাশেলা গুণরত্নের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছিল স্মিথকে৷ এরপরই স্মিথের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়৷ টুর্নামন্টের নিয়ম ভেঙে ড্রাফ্টের বাইরে থেকে ক্রিকেটার নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে৷
বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) অবশ্য বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সিদ্ধান্ত ঐ ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠানো হয়েছে৷ নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী, নিয়মে পরিবর্তন করা হয়েছে৷ এখন থেকে ড্রাফ্টের বাইরের কোনও ক্রিকেটারকেও প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজিগুলি সই করাতে পারবে৷ ফলে ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্মিথের খেলা নিয়ে আর কোনও সংশয় রইল না৷
নিউজওয়ান২৪/ইরু