NewsOne24

ওসিকে টাকা দিতে এসে আটক বিএনপির এজেন্ট

নড়াইল প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচনকে প্রভাবিত করতে, সে সঙ্গে সহিংসতায় নিশ্চুপ থাকতে নড়াইল-১ আসনের বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে নড়াইল সদর থানার ওসিকে ৫০ হাজার টাকা দিতে এসে ধরা পড়লেন রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তি। 

বৃহস্পতিবার রাত আটটার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন তাকে আটক করেন।

রিয়াজুল নড়াইল পৌরসভার মহিষখোলার নজরুল বিশ্বাসের ছেলে। 

এদিকে, আটক রিয়াজুলের দাবি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল ৫০ হাজার টাকা একটি খামের মধ্যে ভরে সদর থানার ওসিকে দিয়ে আসতে বলেন। থানায় আসার পরপরই পুলিশ তাকে আটক করে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল সদর থানার ওসিকে প্রভাবিত করতে নড়াইল-১ আসনের বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম তার এজেন্ট দিয়ে টাকা পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

নিউজওয়ান২৪/জেডএস