অর্থ সংগ্রহের জন্য ‘নগ্ন’ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী! (ছবিসহ)
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
এবার পুরোপুরি নগ্ন হয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিস্টলের ১২ ছাত্র ও ছাত্রী। সেবামূলক তিনটি প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের জন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা। আর সে দৃশ্য ক্যামেরায় বন্দিও করা হয়েছে। আর তা দিয়ে প্রকাশ হয়েছে ২০১৯ সালের রগরগে ক্যালেন্ডার। এ থেকে যে অর্থ আসবে তা যাবে তিনটি দাতব্য সংস্থার কাছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।
ওই তিনটি দাতব্য সংস্থা হলো ব্রিস্টল নাইটলাইন, ওম্যানকাইন্ড এবং কিএটিএস ক্যাম্পেইন। এর মধ্যে কারো সঙ্গে যদি কোনো অসহায় মানুষ কথা বলতে চায় তাহলে তাকে সমর্থন ও পরামর্শ দিয়ে থাকে ব্রিস্টল নাইটলাইন। নারীদের ক্ষমতায়নের জন্য সহায়তা দিয়ে থাকে ওম্যানকাইন্ড।
এদের মধ্যে ক্যানসার বিষয়ে তরুণ ও যুব সমাজের মাঝে প্রচারণা চালায় সিএটিএস। এ সংস্থাগুলোর জন্য ওইসব নগ্ন ছাত্র ও ছাত্রীদের ছবি ধারণ করেছেন ব্রায়ান ওং। এ সময় তারা পুরো নগ্ন হলেও তাদের ‘মডেস্টি’ ঢাকা ছিল বিভিন্ন কৌশল, জিনিসপত্র ব্যবহার করে।
ইউনিভার্সিটি অব ব্রিস্টলের রেইজিং অ্যান্ড গিভিং (আরএজি) সোসাইটির ইভেন্ট অফিসার পেইগি টেলর। তিনিই ছিলেন এর আয়োজক। বলেছেন, আরএজি’র অর্থ সংগ্রহের একটি অনুষঙ্গ হয়ে উঠেছে এই ক্যালেন্ডার। এতে শিক্ষার্থীদের দেহ ব্যবহার করা হয়। ফলে এ ক্যালেন্ডার বিক্রি করে ভালো অর্থ পাওয়া যায়।
নিউজওয়ান২৪/জেডএস