NewsOne24

ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী নেতাদের নির্বাচন করতে আইনগত বাধা নেই, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে এ রিট আবেদন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।। আজ বৃহস্পতিবার এই রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এরআগে রোববার ইসি জানায়, জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচনে অংশ নিতে পারবে। আইনগতভাবে তাদের প্রার্থিতা বাতিলের এখতিয়ার নেই ইসির।

এদিকে, জামায়াতের সদস্যদের ২৫ জনের মধ্যে ২২ জন বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক এবং অন্য তিনজন ‘স্বতন্ত্রভাবে’ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, গত ১৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ২৫ সদস্যের প্রার্থিতা বাতিলে করা আবেদন তিন কার্যদিবসের মধ্যে  নিষ্পত্তি করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

নির্বাচনে ওই প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন চার ব্যক্তি।

নিউজওয়ান২৪/জেডএস