NewsOne24

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় কানাডার অন্টারিও প্রদেশের ব্রাইটন শহরে মো. আইন উদ্দীন বকুল (৪১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরো দুই জন। এই দুজনও বাংলাদেশি বলে জানা গেছে। বুধবার রাতে কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসম্পাদক ও জালালাবাদবার্তা ডটকমের সম্পাদক মো.রুহুল কুদ্দুছ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

নিহত আইন উদ্দীন বকুলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি কানাডায় টরেন্টোতে বসবাস করতেন। তাছাড়া তিনি কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের একজন সদস্য ছিলেন।

এ ঘটনায় আহত অন্য দুই বাংলাদেশি হলেন- কানাডার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক ও আজিম উদ্দিন। শরিফুলের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় আর আজিমের বাড়ি ঢাকায়।

কানাডা থেকে মো. রুহুল কুদ্দুছ চৌধুরী জানান, হাইওয়ে ৪০১ ব্রাইটন, অন্টারিও সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের কারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বকুলের মৃত্যু হয়। আর আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে দুর্ঘটনার বিষয়ে কানাডার পুলিশ খতিয়ে দেখছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

নিউজওয়ান২৪/জেডএস