NewsOne24

বক্সিং ডে টেস্টেতে রেকর্ডে গড়ার হাতছানি কোহলির

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

অ্যাডিলেড ও পার্থের পর ভারত-অস্ট্রেলিয়া চলতি বর্ডার-গাভাস্কার ট্রফি ১-১ সমতায় দাঁড়িয়ে৷ এই অবস্থায় এমসিজি’তে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুধু দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ নয়, ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে ব্যক্তিগতভাবেও মাইলফলকসূচক হয়ে দাঁড়াতে পারে৷

মেলবোর্ন টেস্টের আগে একঝাঁক ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে কোহলি৷ বেশ কয়েকটা বিশ্বরেকর্ড ভাঙা ছাড়াও আরও কয়েকটা রেকর্ড ছোঁয়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে৷

দেখে নেওয়া যাক মেলবোর্নে কোহলির রেকর্ড

তিন ফর্ম্যাট মিলিয়ে এক ক্যালেন্ডারবর্ষে সব থেকে বেশি আন্তর্জাতিক রান করার থেকে মাত্র ১৮১ রান দূরে দাঁড়িয়ে রয়েছেন কোহলি৷ ২০১৮ সালে টি-২০, ওয়ান ডে ও টেস্ট মিলিয়ে এ পর্যন্ত ২৬৫৩ রান করেছেন কোহলি৷ তিনি দাঁড়িয়ে কিংবদন্তি প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের ঠিক পিছনে৷ ২০০৫ সালে পন্টিং অন্তর্জাতিক ক্রিকেটে ২৮৩৩ রান করেছিলেন৷ মেলবোর্নের দুই ইনিংস মিলিয়ে ১৮০ রান করলে পন্টিংয়ের বিশ্বরেকর্ড ছোঁবেন বিরাট৷ নূন্যতম আরও এক রান বেশি করলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড৷

বক্সিং ডে টেস্টে একটি সেঞ্চুরি করলে কোহলি ছুঁয়ে ফেলবেন শচিন টেন্ডুলকরের এক ক্যালেন্ডার মৌসুমে ১২টি শতরান করার রেকর্ড৷ দুই ইনিংসে সেঞ্চুরি করলে বিরাট গড়বেন নতুন বিশ্বরেকর্ড৷ ১৯৯৮ সালে শচিন ১২টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন৷ বিরাট এবছর এখনও পর্যন্ত করেছেন ১১টি শতরান৷ তবে অন্তত একটি শতরান করলেও সর্বাধিক টেস্ট সেঞ্চুরিকারীদের তালিকায় স্যার গ্যারি সোবার্সকে ধরে ফেলবেন ভারত অধিনায়ক৷ কোহলির টেস্ট সেঞ্চুরি সংখ্যা এই মুহূর্তে ২৫৷ সোবার্স টেস্ট কেরিয়ারে সেঞ্চুরি করেছেন ২৬টি৷

মেলবোর্নে ৮৩ রান করলে রাহুল দ্রাবিড়কে টপকে এক ক্যালেন্ডার বর্ষে দেশের বাইরে সব থেকে বেশি টেস্ট রান করা ভারতীয় ব্যাটসম্যানে পরিণত হবেন বিরাট৷ এবছর দেশের বাইরে টেস্টে ১০৬৫ রান করেছেন কোহলি৷ ২০০২ সালে দ্রাবিড় বিদেশের মাটিতে ১১৩৭ রান করেছিলেন৷

এমসিজি’তে ১৫৬ রান করলে এক ক্যালেন্ডার বর্ষে বিদেশের মাটিতে সব থেকে বেশি রান করা টেস্ট ক্যাপ্টেনে পরিণত হবেন কোহলি৷ একই সঙ্গে বিদেশে এক বছরে সব থেকে বেশি রান করে টেস্ট ক্রিকেটারের মুকুটও মাথায় পড়বেন ভারত অধিনায়ক৷

নিউজওয়ান২৪/ইরু