বিএনপি প্রার্থীকে দেখতে গেলেন নৌকা প্রতীকের প্রার্থী!
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
ফাইল ছবি
ঢাকা- ৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গেছেন একই আসনের নৌকা প্রতীকের প্রার্থী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে হামলায় আহত গয়েশ্বরের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন বিপু।
এর আগে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় নির্বাচনি গণসংযোগকালে গয়েশ্বরের ওপর হামলা করা হয়। এতে গয়েশ্বর চন্দ্র মাথাসহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পান। তার কর্মী সমর্থকরাও হামলায় আহত হন।
গয়েশ্বরের সঙ্গে সাক্ষাৎকারের সময় নসরুল হামিদ বিপু বলেন, হামলার ঘটনায় আমি মর্মাহত। এ ধরনের ঘটনা কাম্য নয়। ঘটনার জন্য দোষীদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবি জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই ঘটনার জন্য আমি কোনো মামলা করবো না।
নিউজওয়ান২৪/জেডএস