ভারতকে কটাক্ষ করলেন ইমরান
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৩২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি
গতকাল ছিলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে বা বড়দিন। পাকিস্তানের কাছে এ দিনটির আরও একটি বিশেষ মর্যাদা রয়েছে। আর সেটি হলো ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রামী মুহাম্মদ আলি জিন্নাহ্।
বিশেষ এই দিনটিতে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে কটাক্ষ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের টুইটারে জিন্নাহ্কে শ্রদ্ধা জানান ইমরান। কিন্তু শ্রদ্ধা জানাতে তিনি যে বাক্য ব্যবহার করেছেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
টুইটারে ইমরান লেখেন, ‘হিন্দু-মুসলিম ঐক্যের প্রতিনিধি হিসাবেই যাত্রা শুরু জিন্নাহ্-র। জিন্নাহ্ বুঝেছিলেন, সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিমদের যে কখনও সমান চোখে দেখা হবে না। তাই তিনি আলাদা মুসলিম রাষ্ট্রের জন্য সংগ্রাম শুরু করে দেন।
গণতান্ত্রিক, সহানুভূতিশীল পাকিস্তান গড়ার স্বপ্ন দেখেছিলেন উনি। যেখানে সংখ্যালঘুদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও সমান অধিকার পাবে। ওর স্বপ্নের মতো করেই নয়া পাকিস্তান গড়ে তুলব আমরা। দেশের নাগরিক হিসাবে সংখ্যালঘুরাও যাতে সমান মর্যাদা পান তা নিশ্চিত করব। ভারতে যেমন ঘটছে, ঠিক তার উল্টোটা।’