সুস্ময় কী নিলাদ্রীকে পাবে নাকি সোহেলের সঙ্গী হবে সে?
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিস্টমাস) আজ। এই উৎসবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘কোনও অভিযোগ নেই’।
সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।
এর গল্পে দেখা যাবে, নিলাদ্রী ও সোহেল দু’জন দু’জনকে ভীষণ ভালোবাসে। তারা দু’জনই খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবং তাদের বাবা বেশ বিত্তশালী। ভার্সিটির আরেক বন্ধু সুস্ময়ও নিলাদ্রীকে পছন্দ করে। তবে সোহেলের সঙ্গে তার সম্পর্ক থাকায় সুম্ময়ের ভালোলাগা ঢাকা পড়ে যায়।
খুব ভালোই চলছিল নিলাদ্রী ও সোহেলের প্রেম। হঠাৎ করে সোহেলের বাবার ব্যবসায় ধস নামে। তারা একদম পথে বসে যায়। তখন আসে মূল পরীক্ষা।
শেষমেশ কে কাকে পাবে। সুস্ময় কী তার পছন্দের নিলাদ্রীকে পাবে? নাকি সোহেলের সঙ্গী হবে নিলাদ্রী? জানতে দেখতে হবে নাটকটি।
এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে করেছেন- কল্যাণ কোরাইয়া ও নাজিয়া হক অর্ষা, মিলি বাশার, কাজী উজ্জ্বল, আরফান অনিক প্রমুখ।
নাটকটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
নিউজওয়ান২৪/জেডআই