NewsOne24

ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আকরব হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) মনোনয়নপত্র বাতিল চেয়ে করা রিটের ওপর আগামী বুধবার (২৬ ডিসেম্বর) ফের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওইদিন নির্বাচন কমিশনের আইনজীবীদের শুনানির জন্য আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ সংক্রান্ত করা এক রিটের আংশিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চিত্রনায়ক ফারুকের আসনের ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ এ রিট আবেদন করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নিজেও রিটের পক্ষে শুনানি করেন।

পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, খেলাপি ঋণ থেকে মুক্ত হতে মনোনয়নপত্র দাখিলের আগে ফারুক হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। তিনি রিটে সোনালী ব্যাংক তার কাছে টাকা পাবে বলে উল্লেখ করেছিলেন। কিন্তু ওই রিট আবেদনের ওপর কোনো আদেশ হয়নি। কাজেই চিত্রনায়ক ফারুক যে ঋণখেলাপি, এটা তো আত্মস্বীকৃত।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান, বনানী ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন অভিনেতা ফারুক।

নিউজওয়ান২৪/জেডএস