NewsOne24

ফের ভিডিও কনফারেন্সে আসছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ দলের প্রচারণার অংশ হিসেবে রাজনৈতিক কার্যালয় সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাত জেলায় নির্বাচনী জনসভা ও প্রচারে অংশ নেবেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২৬ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল ৩টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ, চাঁদপুর হাসান আলী স্কুল মাঠ এবং নওগাঁয় নওজোয়ান মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। 

পরদিন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দান, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। 

আওয়ামী লীগের দপ্তর সম্পদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সকল কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা, নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

এর আগে, সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচারণার সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। রোববার (২৪ ডিসেম্বর) রংপুরের তারাগঞ্জ এবং পীরগঞ্জের নির্বাচনী জনসভায় দলীয় প্রচারণায় অংশ নেন তিনি।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় সিলেট বিভাগের ১৯টি আসনে মহাজোটের সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রধানমন্ত্রী। 

এছাড়াও গত ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ/জেডএস