ওয়ারীতে সাপের বিষসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের ২৭ পাউন্ড কোবরা সাপের বিষসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১০।
আটককৃতরা হলেন- মো. মিজানুর রহমান (৪৫), মো. শাহিন রেজা (২৯), আশিক ইকবাল (৩৬) ও মো. সোহাগ (২২)।
র্যাব বলছে তাদের সবাই সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাকারবারী চক্রের সদস্য। সোমবার র্যাব-১০ এর সিনিয়র এএসপি আশরাফি তানজিনা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারীর র্যাংকিনস্ট্রিটের রোজ ভ্যালি মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৬টি জারে রাখা ২৭ পাউন্ড কোবরা সাপের বিষ, ৩টি নমুনা টিউব, ১টি ক্যাটালগ ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা সাপের বিষের মূল্য ৩ কোটি টাকা।
আশরাফি তানজিনা আরো জানান, গোয়েন্দা তথ্য ও আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দেশ থেকে সাপের বিষ এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজওয়ান২৪/ইরু