ফিরলেন জাদেজা
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:২৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
ফাইল ছবি
একাদশে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। তাকে জায়গা দিতে ছিটকে গেছেন উমেশ যাদব। পার্থে একজন স্পেশালিস্ট স্পিনারের অভাব দারুণ বাবে অনুভব করেছে বিরাট কোহলির দল। মেলবোর্নে সেই ভুল আর করেনি তারা।
বুধবার থেকে মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজ ১-১ এর সমতায় থাকায় বক্সিং ডে’র টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ। এরমধ্যে এই টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে দুই দলই। দুই দলের একাদশেই এসেছে পরিবর্তন।
ভারতীয় একাদশে যে পরিবর্তন আসবে তা বোঝাই যাচ্ছিল। ধারাবাহিক ব্যর্থতার কারণে একাদশ থেকে ছিটকে গেছেন দুই ও ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল।
ফলে দলে ফিরেছেন রোহিত শর্মা। আর চোটের কারণে দেশে ফিরে যাওয়া পৃথ্বি শ’র বদলে স্কোয়াডে নেওয়া হয়েছিল মায়াঙ্ক আগারওয়ালকে। মেলবোর্নে অভিষেক অতে যাচ্ছে ২৭ বছর বয়সী এই ওপেনারের।
এদিকে অস্ট্রেলিয়ার দলে একটিই পরিবর্তন এসেছে। পিটার হ্যান্ডসকম্বের বদলে একাদশে ডাক পেয়েছেন অল রাউন্ডার মিচেল মার্শ।
ভারতীয় একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারি, চেতেশ্বরা পুজারা, রোহিত শর্মা, ঋশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়ার একাদশ : অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড।
নিউজওয়ান২৪/ইরু