ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত বেড়ে ৩৭৩ (ভিডিও)
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৭৩ জনে দাঁড়িয়েছে। আহত বেড়ে হয়েছে ১ হাজার চারশত ৫৯ জন।
দেশটির জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
এর আগে, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রাণালী উপকূল ও তার আশেপাশের অঞ্চলসমূহে সুনামির দু’টি বিশাল ঢেউ আঘাত হানে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানান, ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে। সুনামির তাণ্ডবে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে।
এখন পর্যন্ত পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজওয়ান২৪/জেডএস