খাগড়াছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২
খাগড়াছড়ি প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সদস্যদের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। গোলাগুলিতে নিহতদের একজন নির্মাণ শ্রমিক ও অন্যজন স্থানীয় বাসিন্দা চিক্কু চাকমা (২৫) বলে জানা যায়।
সোমবার দুপুরে জেলার পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ১০/১৫ জন পাহাড়ি সন্ত্রাসী পুজগাং বাজারে এলোপাথারি গুলি ছুড়ে। এ সময় এক বাঙালি নির্মাণ শ্রমিকসহ দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। ঘটনার পর পুজগাং বাজারটি বন্ধ হয়ে যায়।
ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের কেন্দ্রীয় নেতা মাইকেল চাকমা এ ঘটনার জন্য জেএসএস(এমএন) গ্রুপকে দায়ী করে বলেন, এ সময় সন্ত্রাসীরা ইউপিডিএফ সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিসও জ্বালিয়ে দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস(এমএন) গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, এলাকাটি ইউপিডিএফ(প্রসীত) গ্রুপ অধ্যুষিত। এখানে অন্য কোন সংগঠনের কার্যক্রম নেই।
পানছড়ি থানার ওসি মো. নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পোস মর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন আছে।
নিউজওয়ান২৪/এমএম