জেএসসিতে পাসে সেরা বরিশাল
বরিশাল প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
জেএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯০৬ জন শিক্ষার্থী। ৯৭ দশমিক পাঁচ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড।
প্রতিবারের মতো এবারও এ শিক্ষাবোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ হারে এগিয়ে। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।
তিনি জানান, এবার পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৫৫৭ জন এবং ছাত্রী ৬১ হাজার ৩০০ জন। পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৬৯ জন, পাসে ছাত্র ৫১ হাজার ৫৬৬ জন আর ছাত্রী ৫৯ হাজার ৯০৩ জন। গত বছর বোর্ডে পাসের হার ছিলো ৯৬ দশমিক ৩২ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে দশমিক ৭৩ তবে জিপিএ-৫ কমেছে ৩ হাজার ৫২৫ জনের।
নিউজওয়ান২৪/এমএম