সাহারা জুট মিলে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
গাজীপুর প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
গাজীপুর শ্রীপুরের কেওয়া বাজার এলাকায় আজ (সোমবার) ভোরে সাহারা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার শেড এবং ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।
আজ সোমবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেওয়া বাজার এলাকার সারাহ কম্পোজিট মিলস লিমিটেডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের আটটি ইউনিট সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রথমে ওই কারখানার শেডে আগুন লাগে এবং দ্রুত তা গুদামে ছড়িয়ে পড়ে। গুদামে পাট, সুতা ও পাটজাত পণ্যসহ বিভিন্ন দাহ্য উপকরণ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে কারখানা শেড এবং ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।।
নিউজওয়ান২৪/জেডএস