ফিরছেন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ২৪ ডিসেম্বর দেশে ফিরছেন।
শুক্রবার দলটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন।
গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ হাঁটু ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কম বলে জানিয়েছিলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
এর আগে, গত ২৭ নভেম্বর এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি হন। নির্বাচনের এ সময়ে তার হাসপাতালে ভর্তি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর মধ্যে ৩ ডিসেম্বর জাপায় মহাসচিব পদে বদল হয়। ৪ ডিসেম্বর ফের সিএমইচে ভর্তি হন এরশাদ।
নিউজওয়ান২৪/এমএম