NewsOne24

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত বেড়ে ৬২

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। আহত বেড়ে হয়েছে ৬০০ জনের বেশি।

দেশটির জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। 

এর আগে, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী সুন্দা স্ট্রেইট উপকূলে সুনামিটি আঘাত হানে। 

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানান, ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে। সুনামির তাণ্ডবে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে।

এখন পর্যন্ত পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা কড়া হচ্ছে।

নিউজওয়ান২৪/জেডএস