‘জামায়াত’ ইসির সিদ্ধান্ত বিকেলে
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। এরই মধ্যে জামায়াতের ২৫ জন প্রার্থীকে নিয়ে এখনো শঙ্কা রয়েই গেছে। তার ভোটে লড়তে পারবে কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি নির্বাচন কমিশন। তবে আজ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বৈঠকের আলোচ্য সূচিতে জামায়াত নেতাদের প্রার্থিতা থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত বিষয়টি উল্লেখ আছে। এছাড়া আদালতের আদেশে বিএনপির প্রার্থীশূন্য হওয়া আসনে দলটির বিকল্প প্রার্থী মনোনয়ন বা বর্তমান তফসিল স্থগিত করে পুনঃতফসিলের আবেদনের বিষয়টিও বৈঠকে আলোচনা হতে পারে।
এর আগে, জামায়াতের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের এ রুলের বিষয়ে সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেয়ার কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
নিউজওয়ান২৪/জেডএস