আজই বাবার কবরে সমাহিত করা হবে আমজাদকে
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:২৮ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও বহু কালজয়ী বাংলা সিনেমার স্রষ্টা আমজাদ হোসেনের মরদেহ জামালপুর পৌরশহরের ইকবালপুরে তার নিজ বাড়িতে এসে পৌঁছেছে।
শনিবার রাত ৯টায় সেখানে তার মরদেহ পৌঁছায়।
ঢাকা থেকে আমজাদ হোসেনের মরদেহ বহনকারী গাড়িটি পৌঁছার সঙ্গে সঙ্গে তার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী এবং জেলার সর্বস্তরের মানুষ শোকে স্তদ্ধ হয়ে পড়ে। এ সময় তার বাড়িতে উপচে পড়া ভিড়ের কারণে মরদেহের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
মরদেহ পৌঁছার পরই বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ জামালপুরেরর বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
আমজাদ হোসেনের চার ছেলে সাজ্জাদ হোসেন দোদুল, কল্লোল, মৃদুল, সোহেল আরমান এবং মেয়ে শুকলাসহ অন্য স্বজনরা তার দাফন সম্পন্ন করার জন্য মরদেহের সঙ্গে জামালপুরে এসেছেন।
পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা এস.এ. হক অলিক জানান, রোববার সকাল থেকে জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে এবং সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে।
আমজাদ হোসেনের ইচ্ছানুযায়ী জামালপুর পৌর গোরস্থানে তার বাবার কবরের ওপর তাকে সমাহিত করা হবে।
নিউজওয়ান২৪/জেডআই