ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত ৪৩
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে সুনামির আঘাতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫৮২ জন।
দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে সুনামির তাণ্ডব শুরু হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানান, সুনামির কারণ ক্রাকাতোয়া আগ্নেয়গিরি। প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে।
সুনামির তাণ্ডবে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে। এতে অন্তত ৪৩ জন মানুষের মৃত্যু হয়। আহত হন ৫৮২ জন। তাছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) বলছে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। সম্ভবত এটি লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি প্রভাব থেকে উৎপত্তি হয়েছে।
সিএনএন
নিউজওয়ান২৪/জেডএস