নড়াইলে নির্বাচনী প্রচারণায় মাশরাফি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ছবি: সংগৃহীত
ক্রিকেটট খেলা নিয়ে নানা ব্যস্ততার কারণে এতদিন সরাসরি নির্বাচনী প্রচারণায় নামতে পারেননি নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। তবে শনিবার ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছেই নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে দলপতি।
শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি নড়াইলের কালনা ঘাটে এসে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাশরাফিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তখন মাশরাফি সেখানে উপস্থিত সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
জানা যায়, মাশরাফি নিজে ভোটের মাঠে না থাকলেও গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে দলীয় নেতাকর্মী, ভক্তসহ বিভিন্ন পেশার মানুষ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে মাশরাফির পক্ষে গণসংযোগ শুরু করেন। এখন আজ শনিবার থেকে নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে ভোট চাইবেন মাশরাফি।
নিউজওয়ান২৪/এএস