টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
ইতিমধ্যে আজকের ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বছর শুরু হয়েছিল শেরে বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৮ উইকেটের দারুণ এক জয় দিয়ে। সেটা ছিল দেশের মাটিতে তিন জাতি আসর। বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ৯৩ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বল ও ব্যাট হাতে দারুণ পারফরমেন্সে ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল সাকিব আল হাসানের হাতে। ৪৩ রানে তিন উইকেট ও ৪৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব।
বছরের শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারবে কিনা টাইগাররা সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আজ ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
পূর্ণাঙ্গ সিরিজের শেষ ম্যাচ এটি। এর আগে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। ওয়ানডে সিরিজে পেয়েছে ২-১ ব্যবধানে জয়। এবার আবার টি-২০ সিরিজ জয়ের সামনে সাকিবরা। এর আগে ২০০৯ সালের উইন্ডিজ সফরে ট্রেবল জয়ের সুযোগ ছিল সাকিবদের। সেই খেদে এবার মেটানোর পালা সাকিবদের। সিরিজে ১-১ ব্যবধানে সমতা নিয়ে নেমেছে দু'দল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আরিফুল হক, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, এভিন লুইস, সিমরন হেটমায়ার, ড্রারেন ব্রাভো, নিকোলাস পরান, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডম কটরেল, ওসানে থমাস।
নিউজওয়ান২৪/ইরু