NewsOne24

শহীদ মিনারে আমজাদ হোসেনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রয়াত চলচ্চিত্রকার, বাংলা কালজয়ী সিনেমার স্রষ্টা আমজাদ হোসেনের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে। শনিবার বেলা ১১টায় বারডেম হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ শহীদ মিনারের উদ্দেশে নেয়া হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার নিথর দেহ ব্যাংকক থেকে ঢাকায় আনা হয়।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় এটিএন বাংলা কার্যালয়ে নিয়ে যাওয়া হবে আমজাদ হোসেনের মরদেহ। এরপরে সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এফডিসিতে। সেখানে একটি জানাজা শেষে তার মরদেহ চ্যানেল আই কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেও আরেকটি জানাজা হবে।

পরে আমজাদ হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুরে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

নিউজওয়ান২৪/জেডআই