শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আজই বাবার পাশে শায়িত হবেন আমজাদ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:১৭ এএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
প্রখ্যাত চলচ্চিত্র স্রষ্টা ও বিশিষ্ট নির্মাতা আমজাদ হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর আদাবরে বায়তুল আমান জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিকটাত্মীয় ও এলাকাবাসী।
জানাজা শেষে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় তার মরদেহ ব্যাংকক থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।
এদিকে, শনিবার সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেয়া হবে। এরপর এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে জামালপুর শহরে জানাজা শেষে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হবেন এই প্রখ্যাত চলচ্চিত্রকার।
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী আমজাদ হোসেন।
নিউজওয়ান২৪/জেডআই