NewsOne24

নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ ঢাকায়

শোবিজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার


প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বেলা পাঁচটার কিছুক্ষণ পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে নাট্যনির্মাতা সোহেল আরমান।

দেশে আসার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে আদাবরে। সেখানে বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বাসায় নিয়ে আসা হবে। এ সময় আত্নীয় স্বজনরা শেষবারের মতো দেখার সুযোগ পাবে। এরপর তার মরদেহ সংরক্ষণের জন্য বারডেম হাসপাতালের হিমাগারে নিয়ে যাওয়া হবে বলে জানান তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

তিনি আরো জানান, তার বাবার ইচ্ছাতেই জামালপুরে (আমজাদ হোসেন) এর বাবা-মায়ের কবরের পাশেই তাকে শায়িত করা হবে। এর আগে শহীদ মিনার, এফডিসি, চ্যানেল আই প্রাঙ্গন ও এটিএন বাংলার সামনে নিয়ে যাওয়া হবে।
 
গেল শুক্রবার বেলা ২.৫৭ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মৃত্যুর এক সপ্তাহ পর শুক্রবার আসছে তার মরদেহ।

নিউজওয়ান২৪/এমএম