NewsOne24

আজ ফিরবে প্রিয় মানুষটির ‘নিথর দেহ’

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ দেশে আসছে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী এবং লেখক আমজাদ হোসেন নিথর দেহ। এর আগে, গত ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান এই কিংবদন্তী। তার চলে যাওয়াই চলচ্চিত্রে নেমে আসে শোকের ছায়া।

এদিকে, আমজাদ হোসেনের মারা যাওয়ার পরেই সবাই অপেক্ষায় ছিল প্রিয় মানুষটিকে শেষ বারের মতো বিদায় দিতে। তাই সবাই অধীর আগ্রহে ছিলেন, আমজাদ হোসেনের মরদেহের।

আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসাইন দোদুল জানান, আজ সন্ধ্যা ৭ টায় ব্যাংকক থেকে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাবার মরদেহ আসবে।

এসময় তিনি আরো বলেন, আমার বাবা আমজাদ হোসেন বিএনপির রাজনীতি করা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মান দেখিয়েছেন এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না।

দেশে আনার পর তার মরদেহ মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর রাতে রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। আগামীকাল শনিবার সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

পরে বিএফডিসিতে আনা হবে। সেখানে বাদ জোহর জানাজা শেষে চ্যানেল আই ভবন প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। তবে তার দাফনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পরিবার। তবে স্ত্রীর ইচ্ছা বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের।

এর আগে, ১৮ নভেম্বর স্ট্রোক করেন আমজাদ হোসেন। পরে তেজগাঁওয়ের একটি হাসপাতালে তাকে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। সেখানেই ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব না ফেরার দেশে পাড়ি জমান।

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন খ্যাতিমান আমজাদ হোসেন। কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, স্বাধীনতা পদকসহ একাধিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

নিউজওয়ান২৪/জেডআই