NewsOne24

ইইউ’র কূটনৈতিক বার্তা ‘হ্যাকড’ 

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক যোগাযোগব্যবস্থা থেকে সফলভাবে তথ্য চুরি করে যাচ্ছে হ্যাকাররা। 

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্ব বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি যেসব বার্তায় স্থান পেয়েছে, এরকম হাজার হাজার বার্তা চালাচালির সময় তাদের হাতে পড়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান এরিয়া ওয়ান।

এসব বার্তার মধ্যে রয়েছে ট্রাম্প প্রশাসন নিয়ে ইউরোপীয় নেতাদের উদ্বেগ, রাশিয়া ও চীনের সঙ্গে ইউরোপের বোঝাপড়ার বিভিন্ন ঘটনাবলী। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করলে কী হবে, এ নিয়ে ইউরোপীয় নেতাদের উদ্বেগ সম্বলিত বার্তাও হ্যাকারদের হাতে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয়েছে, ‘গোপনীয়’ চিহ্নিত তথ্যাবলী গত তিন বছর ধরে চলমান এ হ্যাকিং থেকে নিরাপদ রয়েছে।

যে প্রক্রিয়ায় এ হ্যাকিং চালানো হয়েছে তার সঙ্গে চীনা সামরিক বাহিনীর চালানো সাইবার হামলার মিল আছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। চীনা সাইবার হামলা মোকাবেলার অভিজ্ঞতা থেকে তারা বলছেন, এ হ্যাকিংয়ের সঙ্গে চীনের সরকার জড়িত সে বিষয়ে তারা নিঃসন্দেহ।

ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠককে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকগণ ‘সফল (অন্তত পুতিনের জন্য)’ উল্লেখ করে বার্তা (ডিপ্লোম্যাটিক ক্যাবেল) চালাচালি করেন। বার্তাটি হ্যাকারদের হাতে পড়েছে বলে জানা গেছে।

হ্যাক হওয়া আরেকটি বার্তায় এ বছরের শুরুতে অনুষ্ঠিত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তাদের মধ্যকার একটি নিজস্ব সভার বিস্তারিত তথ্য আছে। সেখানে চীনা প্রেসিডেন্টের উদ্ধৃতি আছে, ‘বাণিজ্য যুদ্ধে যদি সবাই ক্ষতিগ্রস্ত হয়, তবুও ওয়াশিংটনের চাপের সামনে চীন নতিস্বীকার করবে না।’

উল্লেখ্য, গত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, চীনের জনগণ কী করবে আর কী করবে না তা ঠিক করে দেয়ার অধিকার অন্য কারোর নেই। দুই বক্তব্যের সুর এক হওয়ায় আন্তর্জাতিক মহলে এখন এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও জাতিসংঘ ও আরো কিছু প্রতিষ্ঠান হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। সবাইকে সতর্ক করা হয়েছে।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ