NewsOne24

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা তুলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ প্রতিবেদন প্রকাশ করেছে। তবে কবে নাগাদ সেনা তুলে নেওয়া শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি প্রতিবেদনে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীকে পরাজিত করা হয়েছে, তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খুব শিগগির সিরিয়া থেকে মার্কিন সেনা তুলে নেওয়া হবে। তবে তখনো তিনি সময়সীমা সুনির্দিষ্ট করেননি।

প্রসঙ্গত, আইএস জঙ্গি ও সন্ত্রাসী নির্মূলের লক্ষ্যে সিরিয়ায় কুর্দি ও আরবযোদ্ধাদের মিত্র হয়ে কয়েক বছর ধরেই সিরিয়ায় মার্কিন বাহিনী অভিযান পরিচালনা করে আসছে।