লতিফ সিদ্দিকীকে ভর্তি করা হলো হাসপাতালে
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
ছবি: সংগৃহীত
টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (১৯ ডিসেম্বর) সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, গাড়িবহরে হামলার প্রতিবাদে ১৬ ডিসেম্বর থেকে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন পালন করে আসছিলেন সাবেক এ মন্ত্রী।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন বলেন, “একটি অ্যাম্বুলেন্সে করে আজ সকাল ৯টা ১০ মিনিটের দিকে লতিফ সিদ্দিকীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন।”
তিনি আরও জানান, তীব্র শ্বাস কষ্টসহ পানি স্বল্পতায় ভুগছেন লতিফ সিদ্দিকী। শুরুতে হাসপাতালে যেতে অস্বীকৃতি জানালেও পরে তিনি আর না করতে পারেননি।
নিউজওয়ান২৪/এএস