NewsOne24

ইতিহাস গড়া হলো না ভারতের

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইতিহাস গড়া হলো না ভারতের। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম দুই টেস্ট জেতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত। পার্থ টেস্টের শেষদিনে বাকি থাকা পাঁচ উইকেটে কেবল ১৭৫ রান করতে পারলেই গড়া যেত ইতিহাস। কিন্তু ম্যাচের পঞ্চমদিন ভারতের এই রেকর্ডগড়ার স্বপ্ন ভঙ্গুর হয়েছে মাত্র ১ ঘণ্টায়।

মিচেল স্টার্ক আর প্যাট কামিনসের গতির ঝড়ের সঙ্গে নাথান লিয়নের স্পিনঘূর্ণিতে পঞ্চম দিনের ১৫ ওভারেই অলআউট হয়ে যায় ভারত। রান করতে পেরেছেন মাত্র ২৪। সিরিজের প্রথম টেস্টে অল্পের জন্য হেরে যাওয়া অস্ট্রেলিয়া ১৪৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। এর আগে, ৫ উইকেটে ১১২ রান নিয়ে জয়ের আশায় দিন শুরু করেছিল ভারত। দুই অপরাজিত ব্যাটসম্যান হানুমা বিহারী ও রিশাভ পান্তের সামর্থ্যও ছিলো ইতিহাস গড়ার। কিন্তু তাদের সে কাজ করতে দেননি মিচেল স্টার্ক।

দিনের শুরুতেই গতির সঙ্গে সুইংয়ের মিশেলে দুই ব্যাটসম্যানের নাভিশ্বাস তুলে রাখা স্টার্ক প্রথম আঘাত হানেন বিহারীকে। মিডউইকেটে মার্কাস হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৫ বল থেকে ২৮ রান করেন বিহারী। তার বিদায়ে উইকেটে চলে আসে ভারতের লম্বা ব্যাটিং লেজ। উমেশ যাদভকে সঙ্গে আরো ৬ ওভার কাটিয়ে দেন পান্ত। দিনের ১৩তম ওভারে অস্ট্রেলিয়ার জয়ের পথে শেষ কাটা পান্তকে ফিরিয়ে দেন লিয়ন। বিহারীর মতোই মিডউইকেটে ধরা পড়েন পান্ত, তিনি ৬১ বল থেকে করেন ৩০ রান।

এরপর বাকি ছিলো কেবল স্বাগতিকদের জয়ের আনুষ্ঠানিকতা। পানি পানের বিরতির পরের ওভারেই ভারতের শেষ দুই উইকেট তুলে নিয়ে সে কাজটিও করে দেন ডানহাতি পেসার প্যাট কামিনস। ১৪০ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ফলে ১৪৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন নাথান লিয়ন ও মিচেল স্টার্ক। দুইটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিনস।

ম্যাচ শুরুর আগে পার্থের সবুজ গালিচার ভয় দেখানো হলেও মূলত ভারতীয়দের যম হয়ে দেখা দিয়েছেন ম্যাচের একমাত্র স্পিনার লিয়নই। দুই ইনিংসে মোট ৮ উইকেটে তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

নিউজওয়ান২৪/জেডএস