NewsOne24

এমনও ছেলে হয়!

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সম্পত্তির জেরে খুন অহরহ ঘটছে বিভিন্ন দেশগুলোতে। এই থেকে বাদ যায় না আমাদের দেশও। তবে এমন ঘটনা কী ঘটেছে এর আগে কখনো? সম্পত্তির জেরে মা-কে খুন করে দেহ বস্তায় ভরে তিন কিলোমিটার পথ টেনে নিয়ে যায় ছেলে। প্রমাণ লুকানোর জন্য কেরোসিন তেল ঢেলে দেহ পুড়িয়ে ফেলারও চেষ্টা করেন তিনি। 

ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুর থানার করমচাপুর এলাকায়। আর এমন ঘটনায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছেলে সত্যেন বিশ্বাসকে। 

পুলিশের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বসতবাড়ির পাঁচ কাঠা জমি নিয়ে মা তরুবালা বিশ্বাস ও ছোট ছেলের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। মেজাজ হারিয়ে একপর্যায়ে মাকে গলা টিপে হত্যা করে ছেলে সত্যেন। পরে সন্তানের হাতেই মৃত্যু হয় জন্মদাত্রীর। এরপর মৃতদেহ বস্তাবন্দি করে প্রায় তিন কিলোমিটার পথ টানতে টানতে নিয়ে যায় সত্যেন। রাতে আমবাগানে বস্তাবন্দি মৃতদেহে আগুন লাগিয়ে দেয় সে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সত্যেন।

এদিকে, গত ১ ডিসেম্বর সকালে আমবাগান থেকে বছর পঁচাত্তরের বৃদ্ধা তরুবালা বিশ্বাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। স্থানীয়রা এরপর শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত সত্যেনকে।

আদালতে পেশ করার পর তাকে নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। জেরায় নিজের অপরাধ শিকার করে পুলিশকে সত্যেন জানায়, ৩০ নভেম্বর উত্তপ্ত ঘটনার পর রাতে মায়ের ঘরে ঢুকে তাকে গলা টিপে খুন করে সে।

নিউজওয়ান২৪/জেডএস