নিজনান্দুয়ালীতে নৌকার মাঝি শিখরের পক্ষে পথসভা
মাগুরা প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

ছবি: নিউজওয়ান২৪
মাগুরা-১ আসনের নৌকার মাঝি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে জনসংযোগ ও পথসভা করেছে তার সমর্থকরা।
সোমবার ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা সদরের নিজনান্দুয়ালী গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে নিজনান্দুয়ালী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার সভা হয়।
এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরা হয় এবং এ ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়।
পথসভায় উপস্থিত ছিলেন- অ্যাড. সাইফুজ্জামান শিখরের বড় বোন এমপি কামরুল লাইলা জলি, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর সাকিব হাসান তুহিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর মনিরা বেগম শাবানা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোকাদ্দেস হোসেন মোল্যাসহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজওয়ান২৪/এমএস