‘আমার লাশও নির্বাচন বর্জনের কথা বলবে না’
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
ড. কামাল হোসেন : ফাইল ছবি
আমি মরে গেলেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করবো না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন ভবনে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, নির্বাচন হতে হবে। আমি মারা গেলেও নির্বাচন বর্জন করবো না। আমার লাশ ভোটকেন্দ্রে নিয়ে যাবে। আঙুলটাতো থাকবে। ওটা দিয়েই ভোট দেবো। আমার লাশও নির্বাচন বর্জনের কথা বলবে না।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকে ঢাকাসহ ৩০ জেলায় পুলিশি হয়রানি ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্যাতন বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট।
নিউজওয়ান২৪/এমএম