সাভারে বাস উল্টে শিশুসহ নিহত ২
সাভার প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

সাভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মা ও শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।
এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় মহাড়কের প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল জানান, নবীনগর থেকে ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস বিপিএটিসির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে নারী ও তার ৫ বছরের মেয়ে শিশু নিহত হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা মা ও মেয়ে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে ঘটনার পর থেকেই ঘাতক চালক পলাতক রয়েছে।
নিউজওয়ান২৪/এমএম