স্ত্রী ও দুই সন্তানকে হত্যা, অতঃপর...
চাঁদপুর প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
চাঁদপুর সদর উপজেলার দেবপুরে গ্রামে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক ব্যক্তি। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/এএস