রাজধানীতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
সিটি করপোরেশনের একটি ট্রাকের ধাক্কায় রাজধানীর ওয়ারীতে ইব্রাহিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহিম ভোলা সদর উপজেলার বাসিন্দা মো. বাবুল মিয়ার ছেলে। তিনি রাজধানীর কারওয়ান বাজার এলাকার একটি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।
ওয়ারী থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ জানান, রাজধানীর জয়কালী মন্দির রোডে সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় ইব্রাহিম আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই মাসুদ।
নিউজওয়ান২৪/জেডএস