ড. কামালের ওপর হামলায় ১২ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দারুসসালাম থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক।
শনিবার (১৫ ডিসেম্বর) রাত ১২টার পর আবু বক্কর সিদ্দিক সাজু বাদী হয়ে এ মামলা করেন। মামলা নম্বর ২৪।
মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ১২ জনকে আসামি করা হয়েছে। দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ইসলাম, দারুসসালাম থানা ছাত্রলীগের নাবিল খান, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী সোহেল, দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের জুয়েল ও শেখ ফারুক।
এছাড়াও শাহআলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দফতর সম্পাদক রনি, ছাত্রলীগকর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শুভর নাম উল্লেখ করা হয়েছে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, ঢাকা-১৪ আসনের ধানের শীষ প্রার্থী আবু বক্কর সিদ্দিক সাজু এই ঘটনায় মামলা করেছেন। মামলায় ১২ জন নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাত আসামি রয়েছে। শনিবার রাতে তিনি মামলাটি করেন।
নিউজওয়ান২৪/এএস