NewsOne24

ঝাঁটা হাতে শহর পরিষ্কারে মাশরাফির মা

নড়াইল প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


মহান বিজয় দিবস উপলক্ষে লাখো শহিদের কথা স্মরণ করে ব্যতিক্রমী এক কাজে নেমে পড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মা। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় শহর পরিষ্কারের কাজে নিজেকে নিয়োজিত করলেন এই জননী। 

শনিবার রাতে নড়াইল শহর পরিষ্কারে নেমে পড়া তরুণদের সঙ্গে ঝাড়ু নিয়ে নিজেও অংশ নেন হামিদা মর্তুজা।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে পরিষ্কার ও পরিচ্ছন্নতার কর্মসূচির সূচনা করেন হামিদা। নড়াইলের শেখ রাসেল সেতুর সংযোগ রাস্তা পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এ সময় মাশরাফির মামা নাহিদ হোসেন, মাশরাফির ছোটভাই মুরসালিন বিন মর্তুজা সিজার, নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহির, ছাত্রনেতা চঞ্চল শাহরিয়ার, স্কাউট লিডার ইমন, রাতুল, শোভন, প্রিয়তীসহ শতাধিক কিশোর, তরুন ও যুবক অংশ নেন।

বিজয় দিবসের প্রথম প্রহরে শহরের রূপগঞ্জ এলাকায় গিয়ে এ কর্মসূচি শেষ হয়। ‘পরিচ্ছন্নতা কর্মীরা কত কষ্ট করে কাজ করে তা উপলদ্ধির জন্যই এ কর্মসূচি। আমরা যেন আমাদের শহর অপরিষ্কার না করি-এমন শিখিয়েছেন মাশরাফি।’

অন্য এক সদস্য বলেন, ‘আমাদের প্রিয় মাশরাফির এলাকা এটি। এটাকে তো অপরিষ্কার হতে দিতে পারি না।’ 

মাশরাফির মা হামিদা মর্তুজা বলেন, ‘সবাই মিলে এই দেশটাকে গড়বো।’ এ সময় তিনি সকলের নিকট মাশরাফির জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, মাশরাফি বিন মর্তুজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজওয়ান২৪/এমএম