NewsOne24

অবতরণের সময় সামরিক বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৩১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি


ইউক্রেনে রুটিন ফ্লাইটের সময় একটি সামরিক বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। 

শনিবার সামরিক বাহিনীর পাঠানো বিবৃতিকে উদ্ধৃত করে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, শনিবার অবতরণের সময় ইউক্রেনের এসইউ-২৭ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়ছেন। সেনাবাহিনী জানায়, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র জানান, এস-২৭ বিমানটি ওজার্ন ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এর আগে কমব্যাট এয়ার পেট্রল মিশন সম্পন্ন করে বিমানটি।

চলতি বছর এটি এই মডেলের দ্বিতীয় বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে অক্টোবরে এসইউ-২৭ এর একটি বিমান উলানিভ গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছিলো। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুই চালকই। 

নিউজওয়ান২৪/এমএম