নেপালে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

ছবি সংগৃহীত
নেপালের মধ্যাঞ্চলে ট্রাক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৭ জন।
শনিবার এ দুর্ঘটনার বিষয়টি পুলিশ কর্মকর্তাদের বরাতে নিশ্চিত করেছে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৪ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলে এক মৃত ব্যক্তির শেষকৃত্য শেষে ফেরার পথে শোকার্তদের বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে পার্বত্য সরু পথ দিয়ে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪শ মিটার নিচের নদীর তীরে পড়ে যায় ট্রাকটি। মূলত এতেই প্রাণ হারায় সেই ২০ শোকার্ত।
পুলিশ কর্মকর্তা ভিমলাল ভাট্টারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে আরো একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রাণ হারায়। ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে।
তবে পুলিশের ধারণা, অতিরিক্ত গতিতে সরু সড়ক দিয়ে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।
নিউজওয়ান২৪/এমএম