NewsOne24

নাক দিয়ে পড়ছে রক্ত, তবুও খবর পড়ছেন সঞ্চালক! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার


নাক দিয়ে রক্ত পড়ছে তবুও স্বাভাবিকভাবে সংবাদ উপস্থাপন করে গেছেন দক্ষিণ কোরিয়ার ক্রীড়া উপস্থাপক জো হিউন-ইল।

স্পোটিভির ‘এনবিএ’সেগমেন্টটি উপস্থাপনা করছিলেন জো হিউন-ইল। সে সময় তার নাক দিয়ে রক্ত পড়তে দেখা গেলেও খবর পড়া না থামিয়ে স্বাভাবিকভাবে উপস্থাপন শেষ করেছেন তিনি।

সে সময় রক্ত তার দুই ঠোটের উপর দিয়ে গড়িয়ে থুতনির শেষ পর্যন্ত আসলেও জো হিউন খবর পড়া চালিয়ে যান। তিনি স্টুডি ছেড়ে উঠে চলে যাননি। এ সময় সহকর্মীকে উদ্বিগ্ন দেখা গেলেও তিনি এমনভাবে সংবাদ সঞ্চালনা করেছেন যেন কিছুই হয়নি।

ইতোমধ্যে ভাইরাল হয়েছে সে সময়ের ভিডিওটি। ভিডিও স্পোটিভি আপলোড করেছে টুইটারে। তার কাজের প্রতি এ রকম একাগ্রতা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

নিউজওয়ান২৪/এমএম