ঘুষি মেরে হাঙর হত্যা, যুবক অভিযুক্ত
বটতলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:১৯ পিএম, ১ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

সমুদ্র উপকূলে গুষি মেরে হাঙর হত্যা করে তার পিঠে এক শিশুকে বসিয়ে ছবি তোলে এক যুবক। ঘটনা দেখে ফেলে অপর ব্যক্তি। পরে তা ওয়াইল্ডলাইফ কমিশনে জানালে ওই যুবককে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে শুরু হয় বিচার কাজ।
সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে। ঘটনার প্রত্যক্ষদর্শী রবার্ট পেটি নামের ব্যক্তি ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কমিশনে দেওয়া হলফনামায় জানান, সৈকতের কাছে একটি হাঙর ধীরলয়ে সাঁতার কাটছিল। এসময় সেখানে উপস্থিত এক ব্যক্তি হারঙরটিকে ধরে তীরে আনার চেষ্টা শুরু করে।
জর্জিয়া রাজ্যের লাফায়েত এলাকার ২১ বছর বয়সী ওই যুবকের নাম গ্রেঞ্জার রে উটেন।
রবার্ট বলেন, স্বেতাঙ্গ ওই যুবক নিরীহ হাঙ্গরটির মাথা বাম হাত দিয়ে পেঁচিয়ে ধরে অপর হাত দিয়ে তার পেটে বিরামহীন ঘূষি মারা শুরু করে।
এরপর সে আহত হাঙ্গরটিকে টেনে সৈকতে এনে তার ওপর একটি শিশুকে বসিয়ে ছবি তোলে। এরপর ওই লোকটি ও তার অপর পুরুষ সঙ্গী হাঙ্গরটিকে টেনে ফের পানিতে নিয়ে যায় ও তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করে। কিন্তু এতে কোনো ফল হয়নি।
অপরাধী রে উটেনের বিরুদ্ধে দুর্লভ প্রজাতির এবং শিকার নিষিদ্ধ হাঙ্গর ধরার অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য্য করা হয়েছে।এমিরেটস২৪৭
নিউজওয়ান২৪.কম/এসএল